কথা বলতে জানে না তাই
অবুঝ কথা বলে
কথার ভুলে অনেক বাঁকে
চড়াই পথে চলে,


ঠিক সময়ে কথার ভাঁজে
খেই হারিয়ে ফেলে
বুঝতে পারে সঠিক কিনা
কথার চোখ মেলে,


ঝাড় খেয়েছে বাড় খেয়েছে
খেয়াল কথা চেপে
কথা বলেই অনেক জনে
জীবনী নেয় মেপে।


চুপ থেকেছে অনেক ভেবে
কথার পিঠে চড়ে
জবাব দিতে কথার ভিড়ে
গুমরে শুধু মরে।


কথা তোমার পড়ছি পায়ে
নিজের মাপে চলো
আমার কথা তোমার কথা
যে যার মত বলো।