পথের ধারে বস্তি জুড়ে কত মানুষ রয়
আবর্জনার পাশে তাদের জীবন যাপন হয়,
কেমন করে বেঁচে থাকে কখন যে কি খায়
ছেঁড়া জামা ময়লা ধুলো হাঁটে খালি পায়।


ড্রেনের পাশে ঝুপড়ি করে ওরা করে বাস
রোগের জ্বালা যন্ত্রণাতে কাটায় বারো মাস,
মশা মাছি কীট পতঙ্গের মত কাটে দিন
বেঁচে আছে এটাই যেন মস্ত বড় ঋণ।


বিশ্ব জুড়ে এমন কত আছে জীবন ক্ষীণ
শরণার্থী ও উদ্বাস্তু অনাথ গৃহ হীন,
কোথা থেকে আসে এরা কে ভরে দেয় দুখ
কেন এরা মানুষ জন্মে পায় না কোন সুখ।


এদের নিয়ে কেউ ভাবে না দেশ দশ পাত্র কাল
তাই তো এরা বাড়ছে কেবল হচ্ছে খারাপ হাল,
পায় না শিক্ষা পায় না স্বাস্থ্য পায় না থাকার ছাদ
বিশ্ব জুড়ে তৈরি হচ্ছে মানুষ নামের খাদ।


ঝাঁ চকচকে রাস্তা দিয়ে যাচ্ছে সবাই রোজ
কতজন আর যাবার পথে এদের রাখে খোঁজ,
কিন্তু এরাও জীবন যাপন প্রতিদিনের লোক
মানবতার ছলনাতে সভ্য করে শোক।