এবার অন্তত বুঝে গেছেন জীবন আসলে কিছু নয়
মৃত্যু তার আসল পরোয়ানা, আসে যে কোন সময়,
বাঁচিয়ে রাখার কত কি আয়োজন চলছে বিশ্বজুড়ে
তবুও বেড়ে চলেছে মৃত্যু মিছিল ভয়ের চাদর মুড়ে।

ধনী গরীব উঁচু নীচু জাত পাত বাদ যায় নি কেউ
জীবনের সমুদ্র তটে আছড়ে পড়ছে এ মৃত্যু ঢেউ,
স্তব্ধ লোকালয় বিচ্ছিন্ন জীবনযাত্রা ঘরবন্ধী মানুষ
সবকিছু আজ সত্যিই নিরর্থক মানুষ গর্বের ফানুস।

নেই দুর্নীতি খুন জখম রাহাজানি মারামারি সন্ত্রাস
মন্দির মসজিদ গীর্জার দেওয়ালে আজ ভয়ের ত্রাস
খোলা আছে হাসপাতাল তাও সেখানে গুনছে প্রহর
ঐ একটা আরও একটা আরো একটা আসছে খবর
এভাবে জীবনের কাছে মৃত্যু পৌঁছে দিচ্ছে সনদপত্র
এবার অন্তত মানুষ আপনি, পাই যেন পরিচয়পত্র।