বাবা মার সব কথা দাদা দিদি শুনত না
আমি বাবা মা দাদা দিদির অনেক কথাই শুনি নি
আমার সব কথা আমার মিসেস শোনে না
আমার ছেলে মেয়ে কিছুতেই
আমার কথা শোনে না।


আমরা সবাই যেহেতু এগোতে চাই
তাই নিজেদের বুদ্ধিতে বিচার করে
তবে কথা শুনি অথবা শুনি না।


আমরা প্রত্যেকে প্রজন্মের পেছনে দাঁড়িয়ে
আদেশনামা বিচার করি,
যারা সামনে দাঁড়িয়ে তারা ভাবে
আমার বাবা মা একগুঁয়ে কথা চাপিয়ে দেওয়া প্রাচীনপন্থী।


কঠিন শাসন ও প্রখর দৃষ্টি
প্রত্যেককে তার আসন চেনায়
মানুষের মাঝে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে।