ইচ্ছে নদী যেদিকে যায়
গড়ে ভাঙন ঢেউ
তারই মাঝে বাসা বাঁধে
স্বাধীন ইচ্ছে কেউ,
নম্র সরল মানুষ মনের
কূল কিনারা পায়
সেইখানে তার প্রেম দরিয়ার
ইচ্ছে স্রোতে হায়!


ভ্রমর আসে ফুল ফুটিয়ে
এপার ওপার হয়
উদাস মনে জল মোহনায়
চুপ করে সে রয়।


ইচ্ছে নদী দূ কূলে তোর
মানুষ মনের বাস
ছলাৎ ছলাৎ জীবন গল্প
করুক দুঃখ নাশ।