পৃথিবীতে কিছু মানুষ মানুষ নয়
কিছু মানুষ সব সময় পশুই হয়
কিছু মানুষ বরাবর হিংস্র থাকে
কিছু মানুষ প্রায়ই মনুষ্যত্ব ঢাকে।


কতশত শান্তির বাণী লেখা হল
কতশত আদেশ নির্দেশ বলা হল,
কতশত গল্প কল্প কবিতা এল
মানুষ মানুষকে ভালোবাসল।


তবু কিছু মানুষ ক্রমেই বাড়ছে
পৃথিবী আর্তনাদে এগিয়ে চলছে।
হিংস্রতার থাবা উঁচিয়ে আসছে
মানুষ নিজের মুখ মুখোশে খুঁজছে।