তীর্থ ভ্রমণ করে মানুষ
স্বর্গ সুখে থাকতে চায়
পাপ তাপ যত ধুয়ে ফেলতে
পুণ্যটুকু খুঁজে পায়।


তীর্থে গিয়ে মাথা ঠেকায়
খরচ করে পুঁজি সব
সঞ্চয় করে ফিরে আসে
পুণ্য মনের অনুভব।


দেশে দেশে তীর্থ ভূমি
ধর্ম কর্ম দেবালয়
কিন্তু মানুষ পরস্পরের
আজও দেখি দূরে রয়।


নানা দুঃখ কষ্ট মাঝে
শান্তি যাপন বাঁচার সুখ
মানুষ তীর্থে মিলতে পারে
মনের হাসি মানুষ মুখ।


কেউ ভাবে না তীর্থ করে
অদৃষ্টে দেয় জীবন পণ
মানুষ থাকুক মানুষ মাঝে
ভালোবাসায় সারাক্ষণ।