ধানগাছ কেটে রাখা আছে
গাদা করে মাঠে
দিগন্তে ওই সূর্য ডোবে
পদ্ম দীঘির ঘাটে।


ঘাটের পাশে তালের সারি
সরু আল পথ বাঁকা
ধানের কাটা গোড়াগুলো
যেন পটে আঁকা।


পাতার ফাঁকে দূরের থেকে
বিকেল আলো পড়ে
ঘাসে ঘাসে পা ডুবিয়ে
ফিরছে যে যার ঘরে।


একটা গরু গ্রামের লোক
নিঝুম মাঠের মাটি
মুথা ঘাসে আনাজপাতি
সবুজ পরিপাটি।


পাকা ফসল সোনা রঙে
ঢেউ খেলে যায় হাসি
মাঠে মাঠে আমরা চাষী
ফসল ভালোবাসি।