যতই গড়ো দশ বিশতলা বিরাট বাড়ি ঘর
সুরক্ষাতে মুড়ে ফেলো নিজের চরাচর,
দেহের বাহার যতই তোমার আনুক বিশ্ব সুখ
শুয়ে তোমায় থাকতে হবে মৃত্যু মাটির বুক।


যতই করো হিংসা লোভ আপন সুখের বাস
বেঁচে থাকার চেষ্টা সকল পালন দলদাস,
ভোগ বিছানায় নিজের থালা পূর্ণ করার আশ
মাটির বুকে শুইয়ে দেবে মৃত্যু অধিবাস।  


গর্ব করা মানুষ বাঁচা আগলে রাখা ধন
স্বপ্ন রাঙা রঙিন ফানুস কত রকম মন,
অধিকারের জায়গাটুকু মাপ সাড়েতিন হাত
মাটির বুকে শুয়ে কাটায় অনন্ত যুগ রাত।