এই পৃথিবী মায়ার খেলা
ঘুরছে চাকা সারা বেলা
যেমন বিধি চায়
জীবনটা নয় সহজ সরল
চাইলে কি পাই মনের সকল
বুকের ভেতর পায়।


আকাশ বাতাস আঁধার আলো
আমরা বাঁচি জগৎ ভালো
সংসার ভরা মুখ
উল্টে পাল্টে সেই তো প্রাণে
নেচে বেড়ায় হৃদয় গানে
মানুষ জন্ম সুখ।


মায়া মুগ্ধ মনের আশা
কষ্টের মাঝে গড়ে বাসা
জীবন এমন পথ
বাঁচতে চাওয়া বাঁচতে শেখা
কত গল্প দূরের দেখা
থাকে সবার মত।


বিধির বিধান খণ্ডাবে কে
তবু হৃদয় গেছে ডেকে
গর্ব করে তাই
ঠিক পেয়ে যায় মনের চাওয়া
যতটা সুখ শান্তি পাওয়া
জীবনে যা চাই।