খুব খিদে পেলে আমার খুব রাগ হয় দেখে
মা বলেছিল - মানুষের পেটই
তার মস্তিষ্ক পরিচালনা করে ।
এখন মানসিক ঘেরাটোপে খুব বুঝে গেছি
মনের খিদে না মিটলে
কোন শক্তিই আর কাজ করে না ।


তাই ফিরতেই হয়,
মাকে বলি - এক মুঠো যাই হোক কিছু দাও ;
প্রাণটা জুড়াই ।
মা আজও জানে তাই নিজেকে বদলে
খাওয়ার সাথে কিছু আদর
কিছু মশলার রকমারি
কিছু চটকদার স্বাদ, কিছু আবেগী রসনা
বাড়িয়ে দিতে ভুল করে না ।


আমি তাই যখন যেভাবে পাই
তৃপ্তি ভরে খেয়ে
শান্তিতে ঘুমিয়ে পড়ি।


আমার নানান কাজের মাঝে
সব সময় মায়ের আলো খেলা করে
আমাকে হাসায় কাঁদায়
পাহাড় প্রমাণ ভালোবাসায় রোজ অবগাহন করায়।
সেই মায়ার ডোরে বাঁধা
এ আমি
সংস্কারের সেতু গড়ে খুব বেঁচে আছি ।