ইচ্ছে করে চলে যেতে
মেঘের বাড়ি
ইট পাথরের দেওয়াল ঘেরা
প্রাসাদ ছাড়ি।


রোজ যেখানে বৃষ্টি ঝরে
বনের ধারে
বাতাসে নীল খেলা করে
আকাশ পারে।


সূর্য ওঠায় নদীর লহর
একটু দূরে
সবুজ পাতা পাখির দলে
গায় যে সুরে।


মেঘ কুয়াশার লুকোচুরি
বারো মাসে
হাসি খুশি বাঁচতে মানুষ
ভালো বাসে।


সেই দেশে সেই মাঠ পেরিয়ে
তাড়াতাড়ি
ইচ্ছে করে চলে যেতে
মেঘের বাড়ি।