আকাশ পেরিয়ে যে মেয়ে অরণ্য হয়েছে
বাড়িতে তার চাঁদ উঁকি দেয়
ওড়নায় বাতাস খেলা করে
মাটি মাখা থাকে হাতের তালুতে
খোঁপায় সে প্রতিদিন সন্ধ্যে নামায়


সেই মেয়ের নিজস্ব দ্বীপে
রোজ নোনা জল ঢোকে
বিচ্ছিন্ন করে দেয় দেশ থেকে দেশান্তরে


সূর্যের সন্ধানে গ্রহণ লাগে তার চাঁদে
ছাদ খুঁজে পায় না সে
অকাল অরণ্যে।