যতই বলি চাই না চাই না
তবু ছুটি পিছে তার
টাকার পয়সার গোলক ধাঁধায়
মন হয়েছে মিছে যার।


যতই করি মনকে বড়
আকাশ ছোঁয়া শান্তি সুখ
মাটির আসন এক ফালি রোদ
বাঁচতে কঠিন মলিন মুখ।


ত্যাগ করা এই লোভের বাসা
বুঝতে শেখায় স্বপ্ন ভুল
স্বার্থ বিহীন অধিকারে
ফুটাই যত অবোধ ফুল।


জমা করা টাকার পাহাড়
অসুখ মনের বিরূপ কাজ
থাকবে পড়ে মৃত্যু শূন্য
কোথায় যে কার নষ্ট সাজ।


প্রভুর স্মরণ বাঁচার কারণ
আমার হৃদয় চরণ তল
পার্থিব সুখ অনেক হল
করব না আর কোনো ছল।