রঙ করেছি ঢঙ করেছি
তোমার জন্য সব
বুকের ভেতর খর তাপে
শীতল অনুভব।


মান করেছি গান করেছি
আমার যত রাগ
কষ্ট পেয়ে ইষ্ট সুখে
লাগরে ভেলকি লাগ।


পন করেছি মন বুঝেছি
তাই কি আমার ঘর
এত করেও বউ কথা কও
ডাকতে হল পর?


পথ চলেছি রূপ ভুলেছি
গোলক ধাঁধায় সুর
একলা একা উঠোন বাঁকা
চলছে বহু দূর।


ফুল ফুটেছি ফল পেয়েছি
আমার মিলন সুখ
একটু আশার সোহাগ আদর
ভরে ওঠে বুক।