মহান ভাষা দিবস এলো
অমর একুশ দিনে
ভাইয়ের রক্তে রাঙা বাংলা
থাকবে ভাষার ঋণে।

আন্তর্জাতিক স্বীকৃতিতে
মাতৃভাষাই সেরা
শিক্ষা দীক্ষা জ্ঞান ও বুদ্ধি
মনুষ্যত্বে ঘেরা।

বাংলা আমার মাতৃভাষা
বড়োই মধুর ভাষা
গান কবিতা গল্প পড়ে
পাবে জীবন আশা।