মনের আকাশ আরো বড়
যায় না তাকে দেখা
কখন কোথায় হারিয়ে যায়
ব্রহ্ম সুখে একা।


হঠাৎ এসে দুঃখ মেঘে
সুখের বৃষ্টি পড়ে
রোদ উঠে যায় আবার কখন
রামধনু রঙ ধরে।


হাজার ভাবনা তারার আলো
গ্রহের ফেরে ঘোরে
মনের শূন্য মহা জগত
বলতে থাকে জোরে।


মনের আকাশ সবুজ গাছে
রঙ বেরঙের ফুলে
পাহাড় নদী গভীর বনে
কত কি যায় ভুলে।