মনের পাখি একলা থাকি
যাস না কোথাও চলে
কষ্ট ঘরে কাজের পরে
বাঁচব কথা বলে।


ডানা মেলে সময় পেলে
যাব চলে দূরে
হাওয়ায় ভেসে হেসে হেসে
গাইব অলীক সুরে।


এই পৃথিবীর যক্ষ পুরীর
নগ্ন ভগ্ন রূপে
ভরসা একা তোমার দেখা
আলো, অন্ধ কূপে।


হারিয়ে সুখ ভাসিয়ে বুক
শান্তি তোমার দেখা
বসব দুজন করব কূজন
হব না আর একা।


মনের পাখি করুণ আঁখি
কেন থাকিস ওরে
বাঁচব য'দিন হল্লা রঙিন
করব আরো জোরে।