চারিদিকে আর একটাও নাই
জীবন চেনা মুখ
মুখোশে সব খুঁজছে মানুষ
নিজের যত সুখ,
ওই যে দেখো যাচ্ছে হেঁটে
মানুষ কত জন
লাগছে চেনা তবু যেন
মুখোশ আঁটা মন।


মুখোশে বেশ দিব্যি বলছে
নিজের মতামত
বুঝিয়ে দিচ্ছে আমার আমার
আছে যত পথ।
না বলা সব কথাগুলো
যায় না বলা আর
কিন্তু স্পষ্ট আয়না মনের
দেখছি বারংবার।


তবু মানুষ খুঁজছে আজও
মানুষ দেখা মুখ
কি বা হবে মুখোশ মানুষ
নাই জীবনের সুখ।