পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে জল
পাথরের গায়ে পড়ে করে কল কল,
সেই জল সমতলে বাদলের সাথে
গ্রামখানি জলে ডোবে বান এলে তাতে।


পাহাড়িয়া মেঘ খেলা আকাশ সীমানা
অঝোর ধারায় ঝরে রাখে না ঠিকানা,
হড়কা বানের স্রোতে চলে নেচে নেচে
যেন তার সাগরের ডাক এসে গেছে।


বর্ষার বৃষ্টি এমন ঝর্ণা হয়ে নেমে
মোহনায় যেতে যেতে গ্রামে যায় থেমে,
অথৈ জলের ধারায় নাই কষ্ট শেষ
অসহায় আকুলতা ঘিরে ধরে বেশ।


ফসলের ক্ষতি হয় ভাঙে ঘর বাড়ি
উঁচু বাঁধে থাকে সবে যায় গ্রাম ছাড়ি,
পাহাড় থেকে ঝর্ণার নেমে আসা জল
মানুষের জীবনের চোখ ছলছল।


বান ও বন্যার সাথে করছে লড়াই
মানব জীবন হল বাঁচার বড়াই,
উঁচু নীচু ঢেউ খেলা নানা রূপে মাটি
করেছে এ বাংলাকে সৌন্দর্যের ঘাঁটি।