তুমি ঠিক কি চাইছ, তাই তো বুঝতে পারছি না?


বাঁচতে চাই।


তার জন্য এত মন খারাপ ফন্দি ফিকির
কিংবা পৃথিবী ছেড়ে পালাই পালাই ভাবছ কেন?


কিন্তু ওরা যে আমাকে বাঁচতে দিচ্ছে না।


ওহ! আচ্ছা! এতক্ষণে বুঝলাম
তুমি আসলে ওদের জন্য বাঁচো
তাই তোমার এত চিন্তা।
তুমি নিজে মরে ওদেরকে বাঁচাতে চাও।
ধ্যাত, তোমার সঙ্গে কথা বলে শুধু সময় নষ্ট।


আমার সঙ্গে কথা বলা মানে তোমার সময় নষ্ট?


তা নয়তো কি? প্রতিটি মুহূর্ত যেখানে শুধু আমার।
শুধু আমার। সেখানে পরের জন্য লড়াই করতে পারি,
কিন্তু বাঁচব নিজের জন্য।


কিন্তু কিভাবে?


যেভাবে জীবন জীবনের কথা বলে
নিজে নিজের কথা বলে।


তার মানে তুমিও কি আমাকে বাঁচতে দিতে চাও না?


তাত তো আমি বলতে পারব না।
সে তো তুমি ভাববে।
বাঁচা তো শুধু তোমার নিজের বাঁচা।
তোমার নিজের চাওয়া।
এ পৃথিবীতে সেটাই তোমার নিজস্ব অধিকার।

বুঝলাম। আমার জন্য আমার বাঁচা।
আমি বাঁচবই।