নিজের প্ল্যান নিজে করো
সরাও যত আঁধার
খাওয়া পরার সংস্থান মত
গড়ে তোলো সংসার।


অর্জন করা নাও শিখে নাও
বিদ্যা বুদ্ধি জ্ঞানে
এই পৃথিবী বীর ভোগ্যা তাই
কর্ম এনো প্রাণে।


শিক্ষা পেতে আদৌ কারো
হয় না কোনো অভাব
দু হাত বাড়ায় সব সুধীজন
মানুষ মনের স্বভাব।


দুঃখ কষ্ট আগেও ছিল
মানুষ বুদ্ধি বলে
সুখের পাহাড় গড়েছে সব
এসো সে সব দলে।


লোক বলে নয়, প্ল্যান করতে
সংসারের হাল ধরো
খাওয়া পরার চিন্তায় তুমি
ভাবনা জড়ো করো।