ভাষা নতজানু হয়ে খুঁজছে জীবন
সহজ কথা সহজে কেঁদে ওঠে মন,
প্রতিবাদের ভাবনা জ্বলন্ত নির্দোষ
কাব্যকথা বার বার বলে শঙ্খ ঘোষ।
নিবেদনে কথা কম আয়ু লেখে প্রাণ
মরণের ওপারে কে ভাষা পরিত্রাণ,
কথার ভেতরে কথা শান্তি পরিতোষ
অনন্ত কাব্যিক ছন্দ কবি শঙ্খ ঘোষ।


স্পর্ধিত কলম কণ্ঠ শিরদাঁড়া শিক্ষা
উদাত্ত ভাষার সিন্ধু দেয় নানা দীক্ষা,
ভাষার চুল্লিতে ভাষা বাঁচার আনন্দে
দীপ্ত সুরে বলেছেন মৃত্যুতে মন দে।
ব্যক্তিগত। বিজ্ঞাপনে। আছে কত জোশ
জাতির বিবেক তিনি কবি শঙ্খ ঘোষ।