যেই এসেছে হাল্কা শীতের
একটু আমেজ গায়
মাঠের ফসল সোনা রঙে
একটু ঝুঁকে যায়।


চাষীর তখন চওড়া হাসি
মুখটি তুলে চায়
মনে মনে ইষ্টকে সে
স্মরণ করে যায়।


মাঠের থেকে প্রথম ফসল
দেয় সে ইষ্টের পায়
গোলা যেন তার ভরে যায়
ইষ্টের করুনায়।


নবান্নের এই উৎসবে তাই
বাংলার চরাচর
ছাতিম অশোক শালুক ফুলে
সাজে চাষীর ঘর।


নীল দিগন্তে হেমন্তকাল
নবান্ন উৎসব
আনন্দ আর শান্তি সুখের
এনে দেয় গৌরব।