বাড়ির পাশে ঝোপের আড়ে
আছে একটা গাছ
দিনে রাতে বারো মাসে
দেখায় কেবল নাচ।


শীতের শেষে হঠাৎ দেখি
একটাও পাতা নাই
জোৎস্না রাতে দু হাত তুলে
যেন ভূতের ভাই।


বসন্তে যেই নবপল্লব
ধরেছে তার ডাল
আকাশ আলোয় সবুজ প্রাণে
দিচ্ছে খুশির তাল।


কিশলয়ে ছেয়ে আছে
বাড়ির চারিপাশ
বইছে মলয় বলছে যেন
আয় রে ভালোবাস।