সোনা রঙের নতুন ধানে
ভরা সারা মাঠ
ফসল নিয়ে নৌকা আসে
বিলপুকুরের ঘাট।


চাষীর হাসি ধানের শিসে
লাগে খুশির দোল
নবান্নে আজ সবার ঘরে
উঠছে হাসির রোল।


প্রথম ফসল অর্ঘ্য ভরে
দেয় দেবতার পায়
পিঠে পুলির পার্বণে ঘর
গন্ধে ভরে যায়।


চালের গুঁড়ি নলেন গুড়ে
আমেজ হাল্কা শীত
মিলেমিশে উৎসবে আজ
নবান্ন গায় গীত।