ঐ আগুনের ফুলকি ছুটে
দেখ্ চেয়ে তুই ভোরে
ফুটেছে ফুল ডাকছে পাখি
প্রাণ খুলে প্রাণ জোরে।

ঐ তো সবুজ কিশলয়ে
নতুন দিন তো এলো
নব যৌবন প্রাণের জোয়ার
কে বা চলে গেলো?

পাশে দাঁড়াও হৃদয় আগুন
তেজ আনো তেজ বুকে
ইচ্ছে ফাগুন মন বিতরণ
থাক ওরা থাক সুখে।

পাহাড় ভেঙে আঠারো তাই
জয় করা জয় আশা
আগুন খেলা ফুলকি চালে
সব ভালো সব বাসা।