স্রোতের শ্রাবন
=======
যে জীবন বয়ে চলে তার নাম নদী
স্থবির জীবনকে ওরা কিছু বলে যদি,
ধারা হয়ে বয়ে চলে এগিয়ে মোহনায়
নদী তাই স্রোতের শ্রাবন পূর্ণ মহিমায়।


জাগরণ
====
সাগরের বুকে ঝাঁপিয়ে পড়লেই তুমি নদী
রুক্ষ শুষ্ক জীবনে তুমি সমতল আনো যদি,
তবে এ কুল গড়া ও কুল ভাঙা স্রোতের মুখে
জনপদ নিশ্চিন্তে জাগরণ করে পরম সুখে।