এপার বাংলা ওপার বাংলা
মাঝখানে কাঁটাতার
দুই পারে ওঠে আসমানী সুর
নজরুল একাকার।
কাব্যে ও গানে শূন্য এ বুকে
মানুষের সাম্যবাদ
একই বৃন্তে ফোটায় নজরুল
মানুষের কলনাদ।
বিদ্রোহী সুরে ভাঙেন কারা
মানুষের জয়গান
মিলনের সুরে ডাকে রামা হৈ
নজরুল মহীয়ান।
দুই বাংলা আজও এক মঞ্চে
নজরুল গুণগানে
হাতে হাত রেখে বাঁচতে শেখে
মানুষের কলতানে।