কোন সে আলোর স্বপ্ন নিয়ে তুমি চলেছো আগামী
জীবন তোমার বাইরে জীবন কেন করছো নষ্টামি?
কি আছে এই সোস্যাল খেলায় থাকছ তুমি মশগুল
প্রাণ যে তোমার মুখোমুখি নিজে করছো কেন ভুল?
কোন সে আলোর জাল বিছিয়ে চলেছো চোরাপথে
নগ্ন আলো নকল খেলা ও যে বইছে দারুণ স্রোতে।


তা যদি হয় তবে কেন আর বকছে না কেউ আদরে
গুরুর খোঁজে যন্ত্র নিয়ম কেন ছড়ি ঘোরায় জোরে?
কোন সে আলোয় ভাসছে দিন নাই স্বপ্ন দেখার মাঠ
ফেরি করে ফিরব কোথায়, কোথায় বক্সীগঞ্জের ঘাট?
মনের উড়ান ফ্ল্যাটে ঘরে খুঁজছে আকাশ একলা একা
প্রাণ ভোমরা জীয়ন কাঠি কোথাও কেন পাই নি দেখা।


কোন সে আলো সবার মাঝে কিশলয়ে মাঠ ফসলে
বৃষ্টিভরা রৌদ্র দিনে বাঁচতে শেখা ও যে মুখ সকলে
তোমার দিকে শান্তিস্বপ্ন বাড়িয়ে দুহাত চাইছে আলো
ও আগামী কোন সে আলোর স্বপ্ন নিয়ে তুমি ভালো,
তুমিই ভালো তুমি স্বপ্ন রঙিন ফুল বিছিয়ে জগৎ এলো
তোমার জন্য অপার হৃদয় আমার আমি মন ভরালো।