ওরে ও বাঙালী, ক' না কথা বাংলাতেই
পড়ে শুনে হ' না বড় বাংলা মাটিতেই,
পড়' না বিশ্বে ছড়িয়ে বাংলা গরিমায়
বুঝিয়ে দে' না নিজেকে বাংলা মর্যাদায়।
মনের কথা কর' না প্রকাশ বাংলায়
ভৈরব সুর তোল' না যুগের ধারায়;
কে বলেছে উন্নতির ভাষা অন্তরায়
নে' না শিখে অন্য ভাষা ভাব মুগ্ধতায়।


তুই তুলতে পারিস মাতৃভাষা মান
তোর দিকে যে তাকিয়ে বাঙালির প্রাণ;
ঐতিহ্যের বাংলা ভাষা মণি মুক্তো ভরা
খুব জোরেতে বল' না বাঙালি আমরা।
বিশ্বজুড়ে বাঙালীর গৌরব কেতন
বাংলা বলে ছড়িয়ে দে ভাষার কিরণ।