আকাশ জুড়ে তারার মেলা
তবু খুঁজি আলো
রাত্রি জাগে একফালি চাঁদ
চাইছে সবার ভালো।


স্নিগ্ধ মায়া চারিদিকে
প্রেমের অনুরাগে
বলব কি আর কথার বাঁধন
বড্ড বুকে লাগে।


শিশির ধোয়া ফুলের বাগান
পরাগ রেণু মাখা
মন ভরিয়ে প্রাণ ভরিয়ে
হাতটি হাতে রাখা।


ছড়ায় হাসি আলোর রাশি
বসে রাতের ছাদে
সবুজ পাতা গাছের ফাঁকে
ফেলেছে আজ ফাঁদে।


এইটুকু তো পথের চলা
জ্যোৎস্না ভরা আশা
ও চাঁদ তোমার রাত্রি প্রহর
আমার ভালোবাসা।