অফিস থেকে অবসর হয়
কর্ম থেকে নয়
কর্মক্ষেত্রে কলিগরা সব
যে যার হয়ে রয়।


কর্ম কুশল ব্যবহারেই
পথের পরিচয়
সবাই মিলে পরস্পরে
কাজের কথা কয়।


পুরাতন যায় নতুন আসে
চলতে থাকে কাজ
পরস্পরকে মনে রাখে
কথায় কথায় আজ।


এই তো আসা এই তো যাওয়া
থাকবে মনে সব
অফিস ছুটি বাসে ট্রেনে
সেই তো কলরব।


জীবনে এই অধ্যায়টুকু
স্মৃতি হয়ে যায়
ভালো থাকুন সুস্থ থাকুন
সবার শুভেচ্ছায়।