কেউ কাওকে দেয় না বাধা খেলা কিংবা গানে
নিজের মতো বড় হওয়ার বোঝে কি ঠিক মানে?


আঁকতে চাইলে রং পেনসিল কে বা চায় না দিতে
কবিতা গল্প পড়তে চাইলে চায় কে কেড়ে নিতে?


সাঁতার শেখা শিল্প কর্ম মানুষ হওয়ার পথে
এমন কত মনোনিবেশ চায় কি বড় হতে?


নিয়মিত অভ্যাস ছাড়া যায় কি সাধন করা
অধ্যবসায় পেতে হলে চাই যে শাসন কড়া।


সবার সাথে পড়াশুনা শিক্ষা সহবতে
মনোযোগে একনিষ্ঠ হয় কি নিজের মতে?


তাই তো বাধা সংগ্রামী পথ সারা জীবন স্কুলে
চাপ বেড়েছে চাপ বেড়েছে স্বপ্নকে যায় ভুলে।