ওই ভেসে যায় ছেলেবেলা বৃষ্টির জমা জলে
ভাঁজ কাগজে নৌকাখানি হেলে দুলে চলে,
দিন ফুরিয়ে আবার দিনে আমার শিশু বেলা
আকাশ মেঘে টাপুর টুপুর বৃষ্টি করে খেলা।


স্মৃতির আঁচল আবার দেখি ঘরের উঠোন জুড়ে
নৌকার সাথে অনেক কথা খাতার পৃষ্ঠা মুড়ে,
দূর দেশেতে যাচ্ছি যেন চলছে নৌকা খানি
হাসি খুশি ছেলেবেলা আবার দিলো আনি।


ডুব সাঁতারে হাওয়ার সাথে পড়ছে মনে কত
মায়ের আদর বাবার শাসন আরো জীবন যত,
আজও যেন শিশুর মত ইচ্ছে চলে ভেসে
ভাঁজ কাগজে নৌকাখানি চলছে ভালোবেসে।