উপায় তার নিজের সূত্রে
সুযোগ খোঁজে ভাবনার
তোমার সাথে মিলন পথে
মেটাই আশা যন্ত্রণার।


চেয়েছি যা আসবে আবার
বদল সময় দিগন্তে
বিষয় যতই ভাঙবে আসর
আসবে আলো অনন্তে।


হাসছি আমি বাদল দিনে
মুক্তির কথা সবুজ
তোমার কথা হয়ত তোমার
জনমতের অবুঝ।


ওই তো দেখি সেই পালকে
গোষ্ঠী কথা সুযোগে
তুমিই আমার আপনজন
হারায় না সে বিয়োগে।


সঠিক থাকার দৃষ্টি বদল
ভাবনা সুখে দিগ্বিজয়
তাতেই হবে তোমার আমার
সুখের ঘর জগতময় ।
   -০-০-০-০-