যারা ক্ষুধার্ত পায় না খেতে চাইছে ভাত
যারা আর্ত বাঁচার জন্য বাড়িয়েছে হাত,
যারা অর্ধনগ্ন একটুও নেই শীত পোশাক
যারা বাস্তুহীন প্রতিমুহূর্ত যাদের দুর্বিপাক।


তারা কি কেউ ভাবে? আর যেন না বাড়ে?
আর যেন কেউ জন্ম না নেয় কষ্ট আঁধারে?
টুকরো রুটি যেন ভাগ না হয় লক্ষ হাজারে?
সবার ঠাঁই যেন পায় স্বচ্ছল সুখী পরিবারে?


তা তো নয়? সংখ্যা বাড়ছে আর্তের ঘরে
বাড়ুক কষ্ট, তবু ওরা বাড়ছে এমন করে।
ওই পাচ্ছে আরো পাচ্ছে আরো বেশি করে
জায়গা করে নিচ্ছে ওরা মান হুঁষের অন্তরে।


এ পৃথিবী তাই বাঁচে মানুষের আর্তস্বরে
যারা শিক্ষার আলোয় ভাবছে বেশি করে,
উৎস যেন বন্ধ হয় আর্ত জীবন সীমানায়
ক্ষুধার্ত তখন অন্ন পাবে বাঁচার যোগ্যতায়।