ওই দেখা যায় আকাশ ছুঁয়ে দূরে
আঁকড়ে মাটি মন বাউলের সুরে,
ঠায় দাঁড়িয়ে কঠিন পাথর বুকে
পাহাড় আমি ডাকছি তোমায় ঝুঁকে।


কান্না হৃদয় ঝর্ণাধারায় চলে
কলকলিয়ে সুখের কথা বলে,
সবুজ বরণ গাছগাছালির বাঁকে
পাহাড় আমি তোমায় শুধু ডাকে।


এই পৃথিবীর চড়াই পথে এসে
ট্রেকিং মানুষ অ্যাডভেঞ্চারে মেশে,
বৃষ্টি মেঘের খেলা বারো মাসে
পাহাড় আমি সবাই ভালোবাসে।


রূপ অপরূপ রোদ কুয়াশার খেলা
ফুলের বনে চলে রঙের মেলা,
উঁচু নীচু পথ চলেছে বেঁকে
পাহাড় আমি দেখতে এসো দেখে।