এত বড় আকাশটাতে
ইচ্ছে খুশি মত
উড়তে পারে ঘুরতে পারে
পাখিরা সব যত।


গাছের ডালে ছোট্ট বাসায়
ফেরে তারই ফাঁকে
ডানা মেলে দূর নিশানায়
ওড়ে ঝাঁকে ঝাঁকে।


সকালবেলায় মিষ্টি কুজন
লাফায় গাছে গাছে
রঙবেরঙের পাখিরা সব
থাকে দূরে কাছে।


বিকেল হলে কিচিরমিচির
ফিরে যে যার নীড়ে
ভালোবেসে থাকে ওরা
সবুজ পাতার ভিড়ে।  


কিন্তু বৃক্ষ পড়ছে কাটা
উঠছে ফ্ল্যাট বাড়ি
কত পাখি দুঃখ মনে
গিয়েছে দেশ ছাড়ি।