যে যেটা পারবে না বলছে
সে সেটাতে নয় অন্যটাতে মজে আছে
আর যে এটা সেটা কোনটাই পারবে না বলছে
সে আসলে ফোকটে অনেক কিছু পেতে চাইছে।


ফোকট জীবন যত বাড়ছে
তত বাড়ছে ইট পাথরের সংগ্রহ,
তাই উল্টো করে
সে পারব না বলছে না
বলছে, পারা পারির আছেটা কি শুনি?
এটা আমার, এর সর্বোচ্চ
এর সবার সেরা আমার
শুধু আমার।


ফলে অনেক আমি লাইনে দাঁড়িয়ে
মজে আছে শুধু বিলাসিতায়,
কি যে পারবে কি যে পারবে না
সে সব কেউ আর হৃদয় দিয়ে ভাবে না।
শুধু যন্ত্র ভাবনায়
জীবনের পারা
না পারা
বিস্তারিত।