জীবন জুড়ে একটি পাতা
সবুজ রাঙা বুকে
দাঁড়িয়ে গাছ আকাশ আলো
আছে বড় সুখে।


হাওয়ায় দোলা শিশির মাখা
আঁকড়ে ধরা মাটি
ছায়া হয়ে জীবন গড়ে
যেন রত্ন খাঁটি।


যে ক'টা দিন রসবতী
শ্যামল সতেজ হাসি
জীবন রে তোর মোহন বাঁশি
বলছে ভালোবাসি।


একটি পাতা সবুজ ঘাসের
গন্ধ ফুলের বনে
গুনগুনিয়ে ভ্রমর প্রাণে
বাঁচবে যে যার মনে।


এই তো জীবন হলুদ বরণ
ঝরা পাতার দিনে
দৃঢ়তা তার গাছের মত
শোধ করে যায় ঋণে।