বরফের দেশে আমি থাকি বেশ
এক সাথে সব মিলে
দুই পায়ে হেঁটে যাই বহুদূরে
প্রেম কাছে ডেকে নিলে।


শীতল জলেতে সাঁতারেতে পটু
গরমের দেশ ছাড়ি
সাদা রঙ বুকে ঠোঁট খানি তুলে
দিই কত পথ পাড়ি।


আমি পেঙ্গুইন অপটু হাঁটতে
দখিন মেরুতে বাস
সুন্দর আমরা দারুণ দেখতে
আয় সবে ভালোবাস।


দূষণ বাড়ছে বরফ গলছে
পেঙ্গুইন ব্যথা পায়
পৃথিবীর এই জীবনের যাত্রা
যেন হারিয়ে না যায়।