আমার মনের ভেতর অনেক গুমরে উঠেছে কান্না ,
কত কি অজানা ইতিবৃত্তে দেখেছি আমি বঞ্চনা
সারাটা আকাশ জুড়ে বারুদের বিঘ্ন চলাচলে
লাগাতার মনের আঁচল আমার ভরছে হলাহলে ;
শেষ হয়ে যাওয়া নষ্ট সময়গুলো করে কিলবিল
অন্ধকারে মুখ তুলে চাওয়া সুখ স্বপ্ন অনাবিল ।
অথবা কোন সন্ত্রাস বিক্ষেপে ঘটে যাওয়া সকাল
সহজ মানবিক মুখের খোঁজে কাট্ছে অনেক মহাকাল ।


তবুও আমি আজও সুন্দরের আলোতে স্তব করি ,
মালা দিই আর প্রতিটি সকালকে উদ্ভাসিত করি ।
                    -০-০-০-