অনিশ্চিতের শুভনাম থাকে
তাই লড়াই চলতেই থাকে ,
বোকার মত হাঁ হয়ে দাঁড়িয়ে থাকি
অনন্তমুখী জীবনে অনেকটাই বাকি ;
নতজানু অধিকারে কতশত বিভক্তি
তোমার মত আমারও  বিরক্তি
বাঁচি তবুও বাঁচাতে তোমাকেই
আদতে আমি ভালোবাসি নিজেকেই ।
          -০-০-০-০-