কিছু কথার জন্য
কাব্য তার নাব্যতা খুঁজে পায় ,
তারই পাশে বালুকাবেলায় চোরা স্রোত
হাত পা ছড়িয়ে অনাবিল বিশ্রাম করে ।
প্রেম প্রেম খেলার চতুর চতুষ্কোণ
রঙে রঙে রঙিন হয়ে
দূরদৃষ্টির মন দেওয়া নেওয়া
ঢেউ খেলানো কথায় কথা হয়ে যায় ।
অজানা সুর বৈচিত্র্য
কথায় কথায় ফুল হয়েই ফোটে
সেই ফুল কেউ তোলে
কেউ বা টান মেরে ছিঁড়ে ফেলে ।
তবুও কাব্যের রেণু কোথাও কোথাও
তার নিজস্বতায় আজও গৌরবান্বিত হতেই থাকে ।