দিন সুন্দরের অংশীদার
ভাগ চাইছে রাত্রির ঘন বৃত্তে,
দিয়ে দেওয়া আবেশ মাখামাখি
আবার ফুরিয়ে এল আরও সুন্দরের

মাঝ বরাবর সমুদ্রে
নির্জন দ্বীপ রাজত্ব
মুক্তির বসবাস আছড়ে পড়ে তীরে
প্রায়ই সেই সব ঢেউ
কামড়ে খায় এক একটা টিলা
দল গুটিয়ে ফুল
ভুলে যেতে যেতে শুকিয়ে যায়
অংশের টানাটানি তার মনে থাকে না

বড় কষ্টে কাটছে দিন
রাতটুকু সম্বলে
আমি অন্তত আবার বাঁচতে চাই।

Day of beauty

Day of beauty partner
Dark circles are trying to share the night,
The obsession with unity
Came out of the more beautiful

Along the middle of the sea
Secluded island kingdom
In the release of the bank crash
Often the waves
Eat one bite elevation
Full wrap party
Forget to go dry
If she does not sprawl

Great difficulty cutting
Whole night shoestring
At least I want to live again.