ভূতুম বলে ভূতুনি দেখি তোর খেলা
ভয় পেয়ে তুই নাকি নিজে হেলাফেলা
তুই খুব কালোমুখী কথা এলোমেলো
লোকের খারাপ চাস করেছিস কেলো।
কুটুম কাটুম সাজা রাতের নিবালা
মিশি কালে বসবাস অনিচ্ছার মালা
নিশার কৃষ্ণগহ্বর তোর রাজ্য শনি
বিদ্রুপ সলতে জ্বলা শঙ্কার ঘরনী।


টাক ডুমাডুম নেচে কালের আগুনে
আদিম আত্মা প্রশয়ে বঙ্কিম দ্বিগুনে
জ্বালায় পোড়ায় পৃথ্বী ভূতুম ভূতানি
জাগ্রত ঘুম প্রশয় সন্ততি হারানি।
ভুতুম বলে ভূতানি সঙ্গে আছি সদা
আমরাই যে তোমরা যুগের সর্বদা।