প্রকৃতির রূপ রাগ মুগ্ধতা ছড়ায়
কাকলি কূজন সাথে অমেয় মায়ায়,
ফুল সমারোহে দেখি রঙের বাহার
ঢেউ সাদা মেঘ ঘোরে আকাশের পার।
মানুষের কলরবে জেগে ওঠে প্রাণ
বুনো ফুল সোঁদা মাটি পাই কত ঘ্রাণ,
সবুজ গাছের পাতা বনতল ঢাকা
দিগন্তের মোহ রেখা দেখি দূরে বাঁকা।
ছায়া মাখা সারা পথে রোদ পড়ে আছে
গোধূলির নদী নালা দেখি দূরে কাছে,
ধান খেতে ইঁদুরের লাফালাফি চলে
বাতাসেরা দুলে দুলে কত কথা বলে।
সাগরের ঢেউ খেলা বালুকাবেলায়
শীত আসে গ্রীষ্ম যায় ঋতুর মেলায়,
প্রকৃতির এত রূপ অপরূপ সাজ
দেখে আমার জীবন মুগ্ধ হলো আজ।