ভালোবাসা মনরাঙা পুণ্য তীর্থে গড়া
প্রেম পুষ্পে গাঁথা মালা বুকে থাকে ধরা,
ছলে বলে অধিকারে যদি তাকে চাও
তাহলে চোখের জল শুধু ফেলে যাও।


হৃদয় অপার মর্ম পরস্পর পাশে
বাঁধনে জড়িয়ে থাকে অগাধ বিশ্বাসে,
একে অপরের কাছে শুধু হাতে হাত
এগিয়ে চলার পথে থাকে সাথে সাথ।


অন্তরে চির সবুজ বন পাখি গান
মিলন পিয়াসা হয় করে আনচান,
অনুরাগ অভিমান আনে শান্তি সুখ
চোখে চোখ শান্ত মন দেখে তার মুখ।


কি বা জয় পরাজয় নাই শুরু শেষ
তুমি আমি একাকার আশা অনিমেষ,
মনের দীপন জ্বেলে ধরে রাখে হাল
এ পৃথিবী প্রেমময় বাঁচে চিরকাল।


বিরহ ফেরায় মুখ বুকে ব্যথা লাগে
প্রেম হীন সঙ্গী হারা চলে পিছে আগে,
রূপে মগ্ন বিধি বাম প্রেম চলে হেসে
যতটুকু বাঁচো সবে থেকো ভালোবেসে।