হাঁটতে হাঁটতে কখন এসেছি
এই শহরের বুকে
নিয়ন আলোয় হাত ধরা শিখে
উদ্দাম উৎসুকে,
বকুলতলার চোখে চোখ রাখা
ইটের পাঁজরে খুঁজতে খুঁজতে
একটু পরশের শিহরণ খেলে যায়
ব্যস্ত নগর যুজতে যুজতে।
রাঙানো স্বপ্নের কিছুটা অবসরে
একান্তে বসি পার্কে ময়দানে
ঝাপসা বৃষ্টিতে পাথর ভেসে যায়
জমতে থাকা হৃদয় নির্মাণে।
বাসা ঘরের ভেতরে বাইরে দেখি
ভাবনা দাঁড়িয়ে মুক্ত আকাশে
পাখি হয়ে আমরাই কুজন করি
গোলাপের বাড়ানো অভ্যাসে।
যান্ত্রিক হিসেবের শরীর পেরিয়ে
মনের ঠিকানায় পৌঁছে দেখি
বোকা বোকা গ্রাম্য দিগন্তের ছটা
হয়েছে শহুরে মেঘ বৃষ্টির সখি।
অঢেল প্রেমের স্রোত বয়ে যাক
এ সভ্যতার দিকচিহ্নপুরে
ইচ্ছের ডিঙা আমরা বেয়ে যাব
আবেগের সপ্তম সুরে।